
স্পোর্টস ডেস্কঃ নতুন মরসুমে প্রতিভাবান স্ট্রাইকার ডেভিডকে পাচ্ছে না মহমেডান স্পোর্টিং ক্লাব। ডেভিড ইস্টবেঙ্গলেই যাচ্ছেন। পাকা কথা ও সই সাবুদ কয়েক মাস আগেই করে ফেলেছেন ডেভিড। যদিও মহমেডান কর্তারা ডেভিডকে থেকে যাওয়ার জন্য এখনও বুঝিয়ে চলেছেন। সামনের মরসুম থেকে মহমেডানও আইএসএল খেলবে। মহমেডান ডেভিডের কাছে চেনা পরিবেশ। এই বলেও ডেভিডকে বোঝাচ্ছেন মহমেডান কর্তা থেকে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, নতুন মরসুমে ডেভিডকে ইস্টবেঙ্গলেই খেলতে হবে। মহমেডানে থাকার কোনও সুযোগ নেই। ইস্টবেঙ্গলের সেই সূত্রের দাবি, ডেভিডের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে কয়েক মাস আগেই। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর কলকাতা লিগ ও ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মনিপুরের ডেভিড। মহমেডানের হয়ে আইলিগেও খুব ভাল খেলেছেন।