
স্পোর্টস ডেস্ক : তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনটাই জানানো হয়েছে। আজ পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। পুলিশের তরফ থেকে ১১ই মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে। এখন এফএসডিএল সিদ্ধান্ত জানাবে ইস্টবেঙ্গলকে ১১ মার্চ ডার্বি আয়োজন সম্ভবনাহলে কিনা। নাহলে কলিঙ্গ স্টেডিয়ামে ১০ মার্চ ডার্বি হতে পারে।১০ মার্চ মমতা বন্দোপাধ্যায় লোকসভা ভোটের আগে ব্রিগেড করবেন। তবে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন যে ডার্বি রাতে আর ব্রিগেড দিনে সেই কারণে অসুবিধা হবে না। তবে ইস্টবেঙ্গলের আপত্তি ধোপে টিকলো না।