
স্পোর্টস ডেস্ক : তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনটাই জানানো হয়েছে। পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। পুলিশের তরফ থেকে ১১ই মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে। এখন এফএসডিএল সিদ্ধান্ত জানাবে ইস্টবেঙ্গলকে ১১ মার্চ ডার্বি আয়োজন সম্ভব কিনা। শোনা যাচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামেও ডার্বি হতে পারে। এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন,’ ইস্টবেঙ্গল হোস্ট করছে ওরা যেখানে বলবে সেখানে খেলব। আমাদের এখানে কিছু বলার নেই, চূড়ান্তটা এফএসডিএল ঠিক করবে।১০ মার্চ ডার্বি না হলে শোনা গিয়েছে পুলিশের পক্ষ থেকে ১১ তারিখটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ১৩ তারিখ মোহনবাগানের ম্যাচ থাকায় তারা ১১ তারিখ খেলতে রাজি নয়। দেবাশিস বললেন , ‘আমরা জানিয়েছি ১১ তারিখ খেলতে অসুবিধা নেই। তাহলে ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখ করতে হবে। প্লেয়াররা পর্যাপ্ত রেস্ট পাবে । অনেকে বলছে মোহনবাগান ডার্বি খেলতে চাইছে না ওগুলো বাজে কথা।’প্রসঙ্গত গত বছর লক্ষী পুজোর জন্য প্রথম লিগের ডার্বি পিছিয়ে যায়। যায় হয় গত ফেব্রুয়ারী মাসে।এখনও আইএসএলের ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। এই ডার্বিটা জিততে মরিয়া লাল হলুদ দল।