
স্পোর্টস ডেস্ক : সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। আর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত শুভেচ্ছা জানিয়ে প্রতিপক্ষ ক্লাবকে কটাক্ষ করতে ছাড়লেন না। এদিন সাদার্ন সমিতির ময়দান সাথী অনুষ্ঠানে এসে বাগান সচিব বললেন,’আমি তো ইস্টবেঙ্গলকে অনেক আগেই শুভেচ্ছা জানিয়েছি। ক্লাবটার ৪ বছরের উপর কোনো ট্রফি নেই। ওরা আই লিগ পাইনি, ডুরান্ড কাপ পাইনি, আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। সুপার কাপে এতো ক্লাবের এতো ফুটবলার নেই। আমাদের ৯ টা ফুটবলার ছিল না। এই সুযোগ যদি ব্যবহার না করতে পারে তাহলে কবে করবে ওরা। মোহনবাগান আর ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক বাংলায় ডুরান্ড আর আইএসএলে আমরা নিয়ে এসেছি গতবছর। এবারে ওরা জিতুক ট্রফি বাংলায় আসুক।’