
স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গলের আগামী মরসুমে ভালো দল করতে তৎপর কর্তারা। এদিন ইনভেস্টর ইমামি গোষ্ঠীর অফিসে ইমামি কর্তাদের সঙ্গে বৈঠক করলেন লাল হলুদ কর্তারা। বৈঠকে ভালো দল করা আর বাজেট বাড়ানর আশ্বাস পেলেন। এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন,’বাজেট সমস্যা নয়। ভাল দল করতে হবে। কোচের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি নেব। প্লেয়ার নেওয়ার জন্য বিদেশেও যাওয়া হতে পারে। আমরা গতবছর মেডিক্যাল সিস্টেমের জন্য ভুগেছি। এবার মেডিক্যাল সিস্টেম ভাল করতে হবে।’
আগের বছর চোট-আঘাতের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কখনওই সেরা দল নামতে পারেনি। ট্রেনার বদল হয়েছে এছাড়া ফিটনেস পদ্ধতিতেও নজর দেওয়া হচ্ছে। প্রিসিজনে দল বিদেশেও যেতে পারে। এছাড়া ইস্টবেঙ্গল কার্যকরী কমিটির সদস্য তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীও এদিন বৈঠকে ছিলেন তিনি বলেন, ইস্টবেঙ্গল সব বিভাগে ভালো পারফরমেন্স করছে শুধু পুরুষ ফুটবল দল ছাড়া। সেটা কেনো হচ্ছে সমস্যার সমাধান করতে হবে।