
স্পোর্টস ডেস্ক :অপরাজয়ের তকমা ঘুচল, লড়াই করেও নর্থ ইস্ট ম্যাচে হার ইস্টবেঙ্গলের ————–অপরাজয়ের তকমা কাটলো ইস্টবেঙ্গলের। অবশেষে ১১ ম্যাচের পরে হারের মুখ দেখল শতবর্ষ প্রাচীন ক্লাব। এদিন গুয়াহাটিতে নর্থ ইস্ট দলের বিরুদ্ধে লড়াই করেও ৩-২ গোলে হারের মূখ দেখলো ইস্টবেঙ্গল ক্লাব। এদিন away সাদা জার্সি পড়ে মাঠে নামে ইস্টবেঙ্গল আর নর্থ ইস্ট নামে লাল জার্সি গায়ে দিয়ে।ম্যাচের ৫ মিনিটের মধ্যেই এগিয়ে গোল খায় নর্থইস্ট। পিছন থেকে খেলতে গিয়ে বলের পজিশন হারায় ইস্টবেঙ্গল। জিথিন বলটি বহন করে নেস্টরের দিকে দেন যিনি ওভারল্যাপ করেছিলেন। টমি ইউরিককে লক্ষ্য করে বক্সের ভিতরে পাস দেন নেস্টর। বলটি গোল দিতে ভুল করেননি টমি ইউরিক। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল দেয় নর্থ ইস্ট। দারুণ একটা রান নেয় নেস্টর। জিথিন বলটি রিডিমকে দেন, তারপর বলটি অসাধারণ ফিনিশ করেন নেস্টর। ২৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা হলুদ কার্ড দেখলেন। ফলে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে তাকে পাবে না দল।এরপর ৪০ মিনিটে দারুণ একটা আক্রমণ করে নর্থইস্ট। জিথিন বারবার বাঁদিক থেকে আক্রমণ করে। তবে লাল হলুদ ডিফেন্স বল ক্লিয়ার করে দেয়। অতিরিক্ত ৩ মিনিট সময় দেওয়া হয় প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। ইস্টবেঙ্গল কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩ মিনিটে অসাধারণ গোল করে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। বিষ্ণুর থেকে বল পান ক্লেটন সিলভা তিনি আবার নন্দকুমারকে পাস দিলে নন্দ গোল করে যান।যদিও চেষ্টা করলে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা সফল হয়নি ইস্টবেঙ্গলের। উল্টে আবার একটি গোল খেয়ে যায় তারা। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে লং শটে গোল করে যান নর্থ ইস্ট দলের অস্ট্রেলিয়ার টমি ইউরিক।এরপর৭৫ মিনিটে নর্থইস্ট একটি নেস্টরকে তুলে মাঠে নামায় রেগ্রাগুইকে । আর অজয় ছেত্রীকে তুলে ইস্টবেঙ্গল ভিক্টর ভাসকোয়েজকে নামায়।এরপরই ৮২ মিনিটে ফোবসের গোলে ইস্টবেঙ্গল ব্যবধান কমায়।ক্লেটন সিলভা বল বক্সের ভিতরে পেয়ে শট ক্লিয়ার করে নর্থ ইস্ট। ফিরতি বলপান ফোবস । আর সেই বল জালে জড়িয়ে দিলেন। যদিও এরপর আর গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। অতিরিক্ত ৬ মিনিট সময় দিলেও লাভ হয়নি।