
স্পোর্টস ডেস্ক : রবিবার হাইভোল্টেজ ফাইনাল কলিঙ্গ স্টেডিয়ামে। সুপার কাপে ওড়িশার মুখোমুখি ইস্টবেঙ্গল। এই ওড়িশা গতবার চ্যাম্পিয়ন। আর এবারও দারুণ ফুটবল খেলছে সার্জিও লোবেরার ছেলেরা। শেষবার ২০১২ সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তারপরে আর সর্বভারতীয় স্তরে ট্রফি নেই। তবে এবারে ইস্টবেঙ্গলকে ট্রফির স্বপ্ন দেখাতে শুরু করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা কোচ কার্লস কুয়াদ্রাতের হাত ধরে। ম্যাচের আগে নামার আগে লাল হলুদ হেডস্যার বললেন,’আমরা দীর্ঘদিন ট্রফির জন্য লড়াই করেছি। অল্পের জন্য ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে। আমাদের সামনে আবার ট্রফি জেতার সুযোগ এসেছে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ফাইনাল খেলতে নামব। আশা করি গোটা টুর্নামেন্ট ধরে যে ফুটবলটা খেলেছি সেটা বজায় রাখতে পারলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। শেষ ৯টি ম্যাচে অপরাজিত। ওড়িশাও দারুণ খেলছে । আমাদের সঙ্গে ড্র করার পর ওরা কিন্তু টানা ৬টা ম্যাচে জিতেছে। তারা শেষ ১৫টি ম্যাচে অপরাজিত। এরমধ্যে ১৩টি জিতেছে। তাই ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে এই ফাইনাল। দলকে বলেছি খোলা মনেই খেলতে।’ দলগঠনে পরিবর্তন নিয়ে ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিলেন ম্যাচের আগেই সিদ্ধান্ত নেবেন। তবে রেফারি নিয়ে চিন্তিত কুয়াদ্রাত। তার কথায়,রেফারিরাও মানুষ। আশা করি তিনি নিজের কাজটা সঠিকভাবে করবেন। আমি চাইব ফাইনালে দুই দলের কেউই রেফারির বঞ্চনার শিকার যেন না হয়।ভালো ফাইনাল যাতে হয়।’
প্রতিপক্ষ কোচ লোবেরাকে নিয়ে তিনি বলছেন,’ দক্ষ কোচ। অনেক স্ট্যাটাজি মজুত রাখে।’