
স্পোর্টস ডেস্ক : পুরোনো রোগ যেন যাচ্ছেই না ইস্টবেঙ্গলের। বারবার এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হচ্ছে লাল হলুদ ব্রিগেডকে। এদিন চলতি মরসুমে দ্রুততম ৩২ সেকেন্ডে গোল করে এগিয়ে গিয়েও জোড়া গোল হজম করে ২-১ গোলে হার মানলো শতবর্ষ প্রাচীন ক্লাব । ৩২ সেকেন্ডে পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের হয়ে গোল দেন। এরপরে ম্যাচের ৩৮ মিনিটে মরিসিওকে বক্সের মধ্যে ফাউল করেন রাকিপ। পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান মরিসিও। আর ম্যাচের ৬১ মিনিটে প্রিন্সটন রেবেলো ম্যাচের জয়সূচক গোল করেন।চেন্নাই ম্যাচ জেতার পরে আইএসএলে পরপর দুটো ম্যাচ জেতা হল না ইস্টবেঙ্গলের । যার ফলে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরেই রইল লাল হলুদ। যা কার্লেস কুয়াদ্রাতের দলের সুপার সিক্সে ওঠার রাস্তা আরও কঠিন করে দিল। অন্যদিকে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে একনম্বরেই বহাল ওড়িশা। যদিও রাস্তা কঠিন মানছেন না দলের সহকারী কোচ বিনো জর্জ। ম্যাচের পরে তিনি বলেন,’আমরা হারটাকে নেগেটিভভাবে দেখছি না । আমাদের নতুন খেলোয়াড় অনেকেই এসেছে। যেমন বিষ্ণু, সুহের। বিষ্ণু প্রথমে গোল পেয়ে যাওয়ায় ওর আত্মবিশ্বাসও বেড়ে যায়। আমরা একটা প্রকল্প নিয়ে কাজ করছি। যা যা ভুল হচ্ছে, সেগুলো শোধরানোর চেষ্টা করছি।
তিন দিন আগেই আমরা চেন্নাইনের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ খেলেছি। তাই যারা সে দিন খেলেনি, তাদের এই ম্যাচে নামানোরই পরিকল্পনা ছিল আমাদের। তা সত্ত্বেও ওডিশার চেয়ে আমরা বেশি গোলের সুযোগ তৈরি করেছি। পরপর ম্যাচ খেলার ব্যাপারটা আইএসএলের নিয়মের মধ্যেই পড়ে। আমাদের তা মানতেই হবে। কিছু করার নেই।
এখনও পাঁচটি
ম্যাচ খেলা বাকি আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিশ্রম করছি। সেরা ছয়ে থাকাই লক্ষ্য আমাদের। সেই লক্ষ্যেই মনোনিবেশ করছি।’