
স্পোর্টস ডেস্ক : সার্জিও লোবেরা। আইএসএলে গত মরসুমে কথা দিয়েও আসেননি ইস্টবেঙ্গলে। সই করেন ওড়িশা এফসিতে। এবারে প্রতিপক্ষ সেই ইস্টবেঙ্গল।সুপার কাপ ফাইনালের আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের সামনে একটা কঠিন ম্যাচ রয়েছে। সুপার কাপ বাইরে যেতে না দেওয়া আমাদের দায়িত্ব। এই সুযোগটা পেয়ে আমরা খুবই খুশি ও উত্তেজিত। এই ম্যাচটা উপভোগ করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দলের সবার কাছেই এটা বড় পরীক্ষা। খেলোয়াড়, কোচ, স্টাফ, সমর্থক সবার কাছেই”।
এর আগেও সুপার কাপে দলকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা রয়েছে লোবেরার। ২০১৯-এ চ্যাম্পিয়ন এফসি গোয়ার কোচ ছিলেন তিনিই। গত ১৫টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় ওডিশা শিবিরে আত্মবিশ্বাসের এক পাহাড় তৈরি করে দিয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই এ দিন স্প্যানিশ কোচ বলেন, “এএফসি কাপে আমরা মোহনবাগান , বসুন্ধরা কিংসের মতো ভাল ভাল দলকে হারিয়েছি। এই টুর্নামেন্টে আমরা এফসি গোয়া, মুম্বই সিটি এফসি-র মতো ভাল মানের দলকে হারিয়েছি। ফাইনাল নিয়েও আমি আত্মবিশ্বাসী। কারণ, আমি আমার দলের ছেলেদের ওপর দুশো শতাংশ ভরসা করি। ওরা দেখিয়ে দিয়েছে যে বড় বড় ম্যাচ খেলার জন্য ওরা প্রস্তুত। কালকের ম্যাচটাও সে রকমই। ট্রফি ওড়িশাতে থাকবে কোথাও যাবে না বিশ্বাস রাখি।