
স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গলের অনুরোধ নাকচ করে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ১ ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। শনিবার নিজেদের ঘরের মাঠে গোকুলাম কেরালর সঙ্গে শেষ ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। আর দলের অধিনায়িকা সুইটি দেবীর সাথে মঞ্চে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ট্রফি তুলে দেওয়া হোক, এমন অনুরোধ রেখে বুধবার ফেডারেশনের কম্পিটিশন বিভাগকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তবে ফেডারেশন চিঠি দিয়ে জানিয়েছে, অধিনায়িকার সাথে ট্রফি গ্রহণ করতে পারবেন অরূপ বিশ্বাস। পুরস্কার দিতে পারবেন না। প্রসঙ্গত এই ম্যাচে দর্শকদের বিনামূল্যে ম্যাচ দেখার ব্যবস্থা করেছে ইস্টবেঙ্গল।