
নিজস্ব প্রতিনিধি, তমলুকঃ নাবালিকাকে গণধর্ষণ ও খুনে অভিযোগে শাস্তি পেল তিন অভিযুক্ত। তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। সেই সঙ্গে রাজ্য সরকারের ভিক্টিম কনপেনশেশান ফান্ড থেকে মৃত নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
সরকারী আইনজীবি সৌমেন দত্ত জানিয়েছেন, “নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে একাধিক ধারায় সাজা ঘোষণা হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও রয়েছে”।
জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরী প্রেমে পড়েছিল। কিন্তু তাঁর প্রেমের খবর চাপা থাকেনি। তাঁর পরিবারের কানে তুলে দিয়েছিল তাঁরই ঘনিষ্ঠ বান্ধবী। এটাই বান্ধবীর দোষ। শাস্তি স্বরূপ বান্ধবীকে রাস্তা থেকে সরিয়ে দিতে তৈরি হয়েছিল ঘৃণ্য ষড়যন্ত্রের জাল। সঙ্গ দিয়েছিল, কিশোরীর প্রমিক ও আরও এক জন। বান্ধবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তাঁকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়। তারপর গলায় ফাঁস লাগিয়ে খুন করে রাস্তার ধারে ফেল দেয়। ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।