
নিজস্ব প্রতিনিধি: ফের ইডি হানা একাধিক জাগায়। মঙ্গলবার সাত সকালে এক যোগে কলকাতা সহ একাধিক জেলায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মঙ্গলবার সকালে সল্টলেকের একাধিক আবাসনে তল্লাশি করে ইডি। পাশপাশি হলদিয়া দুর্গাপুর বীরভূমের বেসরকারি মেডিকেল কলেজেও হানা দেয় ইডি।
ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ কতৃপক্ষের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এদিকে মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা।একই সঙ্গে লক্ষণ শেঠের বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকরা যখন তল্লাশি চালায় তখন বাড়িতেই ছিলেন প্রাক্তন সাংসদ। এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি র কাছে সেই অভিযোগ জমা পরার পর শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি। রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধ অভিযোগে। সেই তালিকায় অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ।
এদিকে মঙ্গলবার সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ,মোটা টাকার বিনিময়ে এনআরআই কোটায় ভর্তি করা হয়েছে পড়ুয়াদের। এমনই অভিযোগ পেয়েছে তদন্তকারী সংস্থা।
যদিও শান্তিনিকেতন মেডিকেল কলেজ কতৃপক্ষের দাবি,এনআরআই কোটায় একটাও ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হয়নি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পাশাপাশি মঙ্গলবার সকালে দুর্গাপুরে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি করে ইডি আধিকারিকরা।
অন্যদিকে পানাগড় বাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও আচমকা হানা দেয় ইডি। মঙ্গলবার সাত সকালে কাঁকসার কেনেলপার এলাকায় রনিন্দ্রনাথ মজুমদার নামে এক ব্যবসায়ীর বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বাড়ির ভিতরে ইডির একটি দল ঢোকে।পরে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।জানা গিয়েছে কাঁকসার রাজবাঁধে ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে।সেখানেও ইডির একটি দল হানা।
এক যোগে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কেন হানা দিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা?
ইডি সূত্রে জানা গেছে,এনআরআই-দের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্ত করছে ইডি। গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার ওপর ভিত্তি করেই এই তল্লাশি। শিক্ষা, খাদ্য, পুর নিয়োগের পর এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হানা দিল ইডি।