
নিজস্ব প্রতিনিধি : পুজো মিটতেই ফের তৎপর ইডি। বৃহস্পতিবার সাত সকালে একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়িতে ইডির তল্লাশি শুরু হয়েছে। একই সঙ্গে মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের বাড়িতেও ইডির তল্লাশি করছে। অমিতের স্বামী বিবেকানন্দ রোডের ৭৪ নম্বর ভালোবাসা এপারমেন্টের পাশাপাশি নাগেরবাজারে পারুল অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলে সূত্রের খবর। এদিন সকাল থেকে একযোগে ৮ জায়গায় তাল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতি কান্ডে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জেরায় কুবের ধনের হদিস পেয়েছিল ইডি। ২৬ অক্টোবর কমপক্ষে ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিনারপার্কে বাকিবুর এর শ্যালক অভিষেক বিশ্বাসের ফ্ল্যাটেও শুরু হয়েছে তল্লাশি। সূত্রে খবর অভিষেকের একাউন্ট থেকেই কোটি কোটি টাকা লেনদেন করেছে বাকিবুর।