
সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের দিনক্ষণ আগামী ৯ মার্চের পর যে কোনও সময় ঘোষণা হতে পারে। কতদিনের মধ্যে সম্পন্ন হতে চলেছে ১৮তম লোকসভা নির্বাচন। তা নিয়েও এবার বড়সড় ইঙ্গিত দিল মুখ্য নির্বাচন কমিশনার।
লোকসভা ভোটের আগে দেশের প্রায় প্রতিটি রাজ্য সফরে পৌঁছে যাচ্ছেন কমিশনের শীর্ষস্তরের আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৪ মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিম বঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। আলোচনায় বসবেন রাজ্য সরকারের সঙ্গেও।
বুধবার মুখ্য নির্বাচন কমিশনার ও তাঁর টিম পৌঁছে গিয়েছিল বিহারের পাটনাতে। সেখানে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তাঁরা। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে অবহিত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করতে বলেছে কমিশন। জানা গিয়েছে স্পর্শকাতর এলাকার উপর নির্ভর করছে কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে।
রাজ্যের মুখ্যশ নির্বাচন আধিকারিক দফতর সূত্রে খবর, আগামী ২৪ ফেব্রুয়ারি সব জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যয নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।