
নিজস্ব প্রতিনিধি, মহিষাদলঃ দোলের দিন রঙ মেখে জন সংযোগে তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। মহিষাদল রাজবাড়িতে দোল উৎসবে যোগ দেন তিনি। এলাকার সাধারন মানুষের সাথে কথা বলতে দেখা গেল বামেদের যুবনেতা সায়নকে।
তমলুক,পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র। ২০০৯ থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে। এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সিপিএমের প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এখানে পদ্ম চিহ্নের প্রার্থী প্রক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলে জমজমাট তমলুক লোকসভা কেন্দ্র। সিপিএমের তমলুকের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তার লড়াই।