
নিজস্ব প্রতিনিধিঃ হাতি-মানুষ সংঘাতে বাড়ছে। ভাঙছে ঘরবাড়ি, থাকছে প্রাণহানির আশঙ্কাও। সেই বাম আমলে জঙ্গলের মধ্যে হাতি চলাচলের নিরাপদ রাস্তা তৈরির জন্য উদ্যোগ নিয়েছিল বন দফতর। কিন্তু তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে। হাতির করিডোর এখনও বিশ বাও জলে। সম্প্রতি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে আরও সাতটি করিডোর তৈরি করতে উদ্যোগ নিয়েছে বন দফতর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রতিনিধি এই সমস্যা নিয়ে বৈঠকে বসে। সেখানেই নতুন করিডোর গঠনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, একটি নির্দিষ্ট জায়গা দিয়ে হাতির দল নিয়মিত এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। সেক্ষেত্রে হাতির যাত্রাপথের মাঝে জনবসতি, রাস্তা, রেল লাইন থাকলে সমস্যা তৈরি হয়। কিন্তু সেই জনবসতি শিফটিং করা! রাস্তা ও রেল লাইন কি করে সরানো হবে তা নিয়ে কনও সিদ্ধান্তে আসতে পারেনি বন দফতর।