
নিজস্ব প্রতিনিধিঃ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয় শুধু সময়ের অপেক্ষা। এই টেস্টে একাধিক নজির গড়ছেন ভারতীয় খেলোয়াড়রা। দুদিন আগে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে নতুন মাইলস্টোন গড়েছেন রবিচন্দ্র অশ্বিন। এবার টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্বিশতরান করলেন ২২ বছর বয়সী যশস্বী জয়সওয়াল। চতুর্থ দিনে পিঠের চোট সারিয়ে মাঠে ফিরে টানলেন ভারতের ইনিংস। রাজকোটের ২২ গজে শাসন করলেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দুই টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী।
কাম্বলি ২১ বছর ৫৪ দিন বয়সে টেস্টে পর পর দুই ম্যাচে দুটি দ্বিশতরান করেছিলেন। ডন ব্র্যাডম্যান ২১ বছর ৩১৮ দিনে টেস্টে দুটি দ্বিশতরানের মালিক হয়েছিলেন। যশস্বী এই কৃতিত্ব গড়লেন ২২ বছর ৪৯ দিন বয়সে।