
শেখ এরশাদ ও তামসী রায় প্রধান, কলকাতাঃ আর জি কর কাণ্ডে কলকাতা শহর জুড়ে প্রতিবাদী মিছিল। এমন পরিস্থিতিতেই শুক্রবার সন্ধে নাগাদ দক্ষিণ কলকাতার রাস্তায় এক বাইক আরোহী হাতে আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।
আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এরইমধ্যে নিগ্রহের শিকার আরও এক নারী। তাও আবার খোদ কলকাতায়। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে নক্কার জনক ঘটনাটি ঘটেছে।
সমাজ মাধ্যম লাইভে এসে সেই ঘটনার কথা নিজেই জানান অভিনেত্রী। লাইভে পায়েল বলেন, সাদার্ন অ্যাভিনিউ ধরে একাই গাড়ি চালিয়ে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝরাস্তায় একটি বাইক হঠাৎ তাঁর গাড়ির সামনে এসে থামে। চালক তাঁকে গাড়ি থেকে নেমে পড়তে বলেন৷ সেই সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে অভিযুক্ত। পরে অভিনেত্রী গাড়ির কাচ তুলে দেন। ওই ব্যক্তি সেই কাচ ভেঙে দেয়।
ঘটনায় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান পায়েল ।