
ওঙ্কার ডেস্ক: গত বছর অভিষেক বচ্চনের সঙ্গে নিমরিতের নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সংবাদ থেকে সমাজমাধ্যমে। ‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। তারপর থেকেই গুঞ্জন আরও জোরালো হতে থাকে। অনেকেই বলেন মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এ বার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে!
সম্প্রতি মুম্বইয়ের একটি খ্যাতনামী প্রযোজনা সংস্থার পার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছু ক্ষণের মধ্যে সেই পার্টিতে দেখা যায় নিমরতকে। তাঁর পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে যান দু’জনে কিন্তু আলাদা আলাদা।
প্রসঙ্গত, জল্পনার শুরু হয়েছিল ২০২২ সালে। ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সে সময় অভিষেক ও ঐশ্বর্যার দাম্পত্য ১৫ বছরের। তা শুনে খানিক অবাকই হয়েছিলেন নিমরত। নায়িকা বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।”নেটপাড়ায় পুরনো সেই ভিডিয়ো আচমকাই ভাইরাল হয়।