
ওঙ্কার ডেস্ক: আরও একবার মানুষের মন জিতে নিলেন অরিজিৎ সিং। সম্প্রতি চণ্ডীগড়ের একটি কনসার্টে গান গাইতে গাইতেই বাবার সঙ্গে ফোনে কথা বললেন গায়ক, দেখালেন সবাকেইও। সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে সেই ভিডিও এখন ভাইরাল। সাধারণ জীবনযাপন, অসাধারণ গায়কির পাশাপাশি এই সবের জন্য সকলের মন বার বার ছুঁয়েছেন অরিজিৎ সিং। তাঁর ব্যবহারে মুগ্ধ ছোট থেকে বড় সকলেই। বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।
কোভিডের সময় মাকে হারান গায়ক। তাঁর বাবা একাই থাকেন জিয়াগঞ্জে। সময় পেলেই চলে যান বাড়ি। বাবার সঙ্গে সময় কাটান। এদিন অনুষ্ঠানে গানের মাঝেই বাবার ফোন আসে। ভিডিও কল কথা বলেন এবং বাবাকে দেখান সকলকে। সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান। ‘ও সজনি রে…’ গাইতে গাইতে ফোন কেটে বললেন, ‘ভিডিও কলে আমার বাবা।’ মুঠোফোনে বন্দি হয় সেই ভিডিওটি, মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। গানের জগতে সেরা অরিজিৎ সিং তাঁর এই ভিডিও ছড়িয়ে পড়তেই বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।’ আরও একবার ফের সকলের প্রিয়, সকলের চেয়ে আলাদাভাবে ধরা দিলেন অরিজিৎ সিং।