
ওঙ্কার ডেস্ক: অরিজিৎ সিংয়ের প্রতিবাদের ভাষা বরাবরই আলাদা। যে কোনও ইস্যুতে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ না করে নিজের সৃজনশীলতার মাধ্যমেই নিজের অবস্থান ব্যক্ত করে থাকেন গায়ক। গতবছর প্রতিবাদের আবহেও কতিপয় শব্দ খরচ না করে ‘আর কবে’ শীর্ষক গান বেঁধে নেটপাড়ার একাংশের সমালোচনার মুখে পড়েন গায়ক। এবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন অরিজিৎ সিং।
এবার এই আবহে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করে দিলেন অরিজিৎ। হিমাচলের শ্রোতা-অনুরাগীদের কাছে তাঁর কনসার্ট মানেই উন্মাদনা। অসংখ্য মানুষের ভিড়। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সিদ্ধান্তে, আগামী রবিবার, ২৭শে এপ্রিল চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা বাতিল করা হল। অন্যদিকে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়ক এবং তাঁদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক ঘটনার এই কালো স্মৃতি হয়তো চিরকাল গোটা দেশ মনে রাখবে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা। এহেন ভয়ঙ্কর ঘটনায় ঘুম উড়েছে সাধারণ মানুষসহ তারকাদেরও। বলিউডের পাশাপাশি প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের গ্ল্যামারদুনিয়ার সেলেবরাও।