
ওঙ্কার ডেস্কঃ বলিউডের অভিনেতাদের কয়েকদিন ধরেই দেওয়া হচ্ছিল হুমকি বার্তা। তারই মাঝে গত বৃহস্পতিবার নিজেরই বাড়িতে হামলা হয় সইফ আলি খানের ওপর। হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে মুম্বই পুলিশ।
অন্যদিকে পুলিশের সন্দেহ, এই হামলার পিছনে যে বা যারা রয়েছে তাদের শাহরুখ খানের বাড়ির আশেপাশেও দেখা গেছে। প্রথম থেকেই নজর রাখা হয়েছিল শাহরুখ খানের বাড়ির ওপর। এই তদন্তের সূত্রেই মুম্বই পুলিশের একটি টিম মন্নতে গিয়ে খোঁজখবর নিয়েছে। জানা গেছে, মন্নতের আশেপাশে ১৪ জানুয়ারি সন্দেহভাজনের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে মন্নতের চারিদিকে নজর রাখতেও দেখা গেছে। সইফের বাড়ির সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল তার চেহারার আদল ও উচ্চতার সঙ্গে মিল রয়েছে এই ব্যক্তির। পুলিশের সন্দেহ মন্নতে নজর রাখা ব্যক্তি এবং সইফ আলি খানের ওপর আক্রমণ করা ব্যক্তি একজনই। এ বিষয়ে যদিও শাহরুখ খানের তরফ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তবুও পুলিশ বিষয়টি নিয়ে নজরদারি চালাচ্ছেন।