
ওঙ্কার ডেস্ক: নব্বইয়ের দশক তারাই হিট জুটি। দর্শকের চোখে তাঁরা একে অপরের পরিপূরক। রুপালি পর্দায় প্রেম মানেই যেন শাহরুখ খান ও কাজলের জুটি। যুগের পর যুগ ধরে তাঁদের ঘিরে তৈরি হয়েছে অজস্র গল্প, প্রশ্ন, গুজব। ‘বাজিগর’ ছবির সেটে প্রথম দেখা, তারপর ধীরে ধীরে জমে বাড়ে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব পার করেছে দীর্ঘ সময়। এই দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি, দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এক অনন্য স্থানে।
তবে তাঁদের মধ্যে কি শুধুই বন্ধুত্ব? বহুবার জনসমক্ষে তাঁরা নিজেরাই স্বীকার করেছেন, তাঁদের সম্পর্ক গভীর, অটুট। একে অপরকে নিয়ে হাস্যরস, ভালোবাসা, সম্মান সবই ভাগ করে নিয়েছেন। একসময় কানাঘুষো শোনা যেত, তাঁরা বাস্তবে স্বামী-স্ত্রী। অভিনেতা বরুণ ধাওয়ান ছোটবেলায় নাকি তাই ভাবতেন কাজলই নাকি শাহরুখের স্ত্রী!
২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ ছবিতে আবার একসঙ্গে ধরা দেন শাহরুখ কাজল। একসময়ের রোমান্টিক পর্দা-জুটির সেই ফিরে আসাও যেন ছিল আবেগঘন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও যেন আবার উসকে দিল পুরোনো জল্পনা। একটি ট্যাক্সিক্যাবে শাহরুখ ও কাজলকে দেখে চালক সাধারণভাবে ভেবে নেন , তাঁরা বিবাহিত দম্পতি। শোনা যায়, মজা করে শাহরুখ তখন বলেন, “আমরা বিবাহিত নই, তবে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।” পাশে বসা কাজল অবাক, তবে অভ্যস্ত সেই চিরচেনা রসিকতায়, শেষে হেসেই ফেলেন নায়িকা।