
ওঙ্কার ডেস্কঃ দেবের ‘খাদান’ ছবি থেকে ফের বাংলা সিনেমায় ফিরেছেন বরখা বিস্ত। ব্লকবাস্টার এই ছবিতে তার পারফরমেন্স নজর কেড়েছে সিনেপ্রেমীদের। এরপর থেকেই তার ব্যাক্তিগত জীবন,এবং প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত কে নিয়ে সোশ্যাল মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা । ১৫ বছরের দাম্পত্যে কেন ইতি টেনেছিলেন তারকা জুটি। আচমকাই ২০২১ সালে বিচ্ছেদের খবর ছড়িয়েছিল টলিপাড়ার চর্চিত দম্পতি বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের।
চার বছরের সেপারেশনের পর ডিভোর্সের মামলা শুরু হয় তারকা দম্পতির। এক সাক্ষাৎকারে বারখা বিস্ত বলেন, বিচ্ছেদ আমার জন্য খুব কষ্টের ছিল। এখন চেষ্টা করছি কীভাবে জীবনে এগিয়ে যাওয়া যায়। কেন তাঁদের সুখী দাম্পত্যে ইতি টানতে হল সেই প্রসঙ্গে বরখা জানান, এক সময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল আমার জীবন। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত ইন্দ্রনীলের। তাঁর ইচ্ছাকে সমর্থন জানিয়ে দুজনে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কানাঘুষো শোনা গিয়েছিল তাঁদের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। তবে পাকাপাকি ভাবে বিচ্ছেদ এখনও বাকি। আইনি প্রক্রিয়া চলছে।