
ওঙ্কার ডেস্কঃ আগামী ২৩ জানুয়ারি হইচইতে আসছে অনির্বাণ চক্রবর্তীর ‘পুরোপুরি একেন’। এই নতুন সিরিজে “পকেট পরোটা” খ্যাত রাজুদা অভিনয় করবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল সমাজ মাধ্যমে । অপেক্ষার অবসান ঘটিয়ে তারই ঝলক সামনে এল হইচই এর পেজে।
একেনবাবু থাকবেন অথচ রহস্য, রোমাঞ্চ, ঠাট্টা এবং খাওয়া-দাওয়ার প্রসঙ্গ থাকবে না তা হতেই পারে না। তাই এই ভিডিওতে দেখা গেছে খাদ্যরসিক বাঙালি একেনবাবু সকাল সকাল বেরিয়ে পড়েছেন কচুরীর খোঁজে। কিন্তু মনপসন্দ দোকান বা কচুরী কোনটাই তিনি পাচ্ছেন না। তখনই ফোনের ওপার থেকে বাপিবাবু কচুরীর দোকানের খোঁজ দিয়ে সমস্যার সমাধান করবেন।
যেমন বলা তেমন কাজ, একেনবাবু সোজা চলে আসেন রাজুদার বিখ্যাত পকেট পরোটার দোকানে। স্বয়ং একেনবাবুকে দেখে অবাক রাজুদাও। গরম গরম পকেট পরোটা ও আনলিমিটেড তরকারি খেয়ে মন খুশ একেনবাবুর। পুরীতে গিয়ে যে বাঙালিয়ানা পুরোপুরি ছাড়তে পারেননি একেন বাবু সেই গল্পও করেন রাজুদার সঙ্গে। তাঁর পালটা প্রশ্ন, ‘পুরীতে গিয়ে স্নান করেছেন’? একেন বাবু হেসে বলেন, জলে তাঁর ফাঁড়া আছে। এভাবেই গল্প চলে দুজনের। আর বাকিটা জানতে গেলে অবশ্যই ২৩ জানুয়ারি চোখ রাখতে হবে হইচই এর পর্দায়।