
ওঙ্কার ডেস্ক: হঠাৎ করেই একেবারে ওজন কম করে শীর্ণকায় হয়ে উঠেছেন বলিউডের প্রযোজক পরিচালক করণ জোহর। তিনি কেন ওজন কমিয়েছেন বলিপাড়ার অন্দরে সেই নিয়েই চর্চা তুঙ্গে। কেউ বলেছিলেন অসুস্থ, কেউ বা জল্পনা ছড়ান ওজেম্পিক নামক ওজন কমানোর ওষুধের নিয়েছেন করণ! অবশেষে নিজেই মুখ খুললেন পরিচালক-প্রযোজক।
নিজের সোশাল মিডিয়া পেজে লাইভ করেন পরিচালক। করণ জানিয়েছেন, “আমি পুরো সুস্থ। এত ভালো আমি আগে কখনও বোধ করিনি।” তিনি বলেন, “বিষয়টা শুরু হয়েছে, যখন আমার রক্তের রিপোর্টে কিছু সমস্যা দেখা দেয়। তখনই ঠিক করেছিলাম, নিজেকে বদলাতে হবে।” তারপর থেকেই কঠোর নিয়মে বেধে ফেলেন নিজেকে। ওষুধ খাওয়ার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি নাকি দিনে একবার মাত্র খাবার খান। সঙ্গে সমানতালে চলেছে সাঁতার, সাইকেল চালানো, শরীরচর্চা। তারই জেরে নাকি ওজন কমেছে হু হু করে।
প্রসঙ্গত, আগেও তাঁর নামে ওষুধ খেয়ে ওজন কমানোর অভিযোগ উঠেছিল। সেই সময়ও জল্পনা উড়িয়ে দিয়েছিলেন করণ জহর। এবার তিনি জোর দিয়ে জানিয়েছেন, “এই বদলের পিছনে রয়েছে শুধুই শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া।”