
ওঙ্কার ডেস্ক: পুরনো ঘটনার জেরে গ্রেফতারি পরয়ানা জারি বলিউড অভিনেত্রী মাইলাকা অ্যারোরা। ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। সেই ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেত্রী মালাইকা আরোরাও। এবার সেই মামলায় মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করল মুম্বাইয়ের এক আদালত।
প্রসঙ্গত, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়িয়েছিলেন সইফ আলি খান। বচসা হাতাহাতিতে পরিণত হয় এবং সইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তাঁর নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সইফ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশ্মা কাপুর, মালাইকা আরোরা,অমৃতা আরোরা ও আরও অনেকে।
জানা গিয়েছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার সেই ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদাণের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন পাঠানো হয়েছিল। কিন্তু অভিনেত্রী আদালতে হাজির হননি। সেই কারণেই অভিনেত্রীকে পুণরায় আদালতে হাজির হওয়ার বিষয়ে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল।