
ওঙ্কার ডেস্ক: বলিউডে মডেলিং থেকে ধারাবাহিকে অভিনয়, সবেতেই পরিচিত মুখ তিনি। তবে তিনিও শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের। কে এই অভিনেত্রী জানেন? অফিস হোক বা বিনোদনের দুনিয়া, কাজের সুযোগের বিনিময়ে যৌন হেনস্থা নতুন নয়। তেমনই বিনোদনের দুনিয়ায় পা রেখেই পেয়েছিলেন এমন প্রস্তাব, সেটিও বলিউডের পরিচিত পরিচালকের থেকেই।
সময়টা ২০০৪, অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন নবীনা বোলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে এই আলোচনা। তিনি জানান সবে তখন বলিউডে পা দিয়েছি। টুকটাক কাজ করছিলাম। সেই সময়ই ফোন করে সাজিদ আমাকে তাঁর অফিসে ডেকে পাঠায়। আমি বেশ খুশিই হয়েছিলাম। ভেবেছিলাম, নতুন কাজের সুযোগ পাব। তবে সাজিদের অফিসে গিয়ে যে এমনটা ঘটবে, তা ভাবতেই পারিনি। প্রসঙ্গত, বলিউডের নৃত্যপরিচালক ফারহা খানের ভাই পরিচালক সাজিদ খান।
নবীনা আরও জানান, সাজিদের অফিসে গিয়ে পৌঁছতেই, আমাকে সাজিদ বলল, পোশাক খুলে অন্তর্বাস পরে চেয়ারে বস। তোমার স্তন ও নিতম্ব খুঁটিয়ে দেখব! সাজিদের কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। সোজা আমি নাকচ করি প্রস্তাব। কিন্তু সাজিদ ছেড়ে দেওয়ার মানুষ নন। সেদিন অনেক কষ্টে, সাজিদকে নানা অজুহাত দিয়ে পালিয়ে এসেছিলাম। খুবই অস্বস্তি লাগছিল। তারপর আর সাজিদের সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি।
উল্লেখ্য, বিনোদনের জগতে সিনেমায় বা ধারাবাহিকে কাজের সুযোগ দেওয়ার নাম করে যৌন হেনস্থার ঘটনা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। বহুবারই কাস্টিং কাউচের অভিযোগ এনেছেন অভিনেত্রীরা। সেইরকমই অভিযোগ পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। তবে এর আগেও পরিচালকের বিরুদ্ধে মি টু দিয়েছিলেন রেচেল হোয়াইট, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীরা। এবার সাজিদের বিরুদ্ধে মুখ খুললেন ইশকজাদে ধারাবাহিকের অভিনেত্রী নবীনা বোলে।