
ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ‘ঘিবলি’। ইতিমধ্যেই এই ‘ঘিবলি’স্টাইলে এআই ছবি তৈরি ট্রেন্ডে মজেছেন আট থেকে আশি সকলেই। সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী কেউ বাদ যাননি এই ট্রেন্ড থেকে। কিন্তু কি এই ‘ঘিবলি’? আসলে “Studio Ghibli হল একটি বিখ্যাত জাপানি অ্যানিমেশন স্টুডিও, যা ১৯৮৫ সালে হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতা প্রতিষ্ঠা করেন। এই স্টুডিওর সিনেমাগুলি কল্পনাশক্তিতে ভরপুর, শিল্পসম্মত এবং আবেগপূর্ণ। প্রকৃতি, মানুষ, কল্পনা ও আত্ম-অনুসন্ধানের গভীর দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলে এর প্রতিটি চলচ্চিত্র।”
যদিও এই ‘ঘিবলি’র ব্যবহারে ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আপনার একটি ছবির জন্য বিঘ্নিত হতে পারে আপনার গোপনীয়তা ও সুরক্ষা। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন আপনার ছবি আপলোড করা মানে এআই প্ল্যাটফর্ম এর হাতে ডেটা তুলে দেওয়া। হিমাচল সাইবার ওয়ারিয়র্স একটি পোস্টে বলেছে, এই ছবি এআই প্রশিক্ষণ বিজ্ঞাপন বা কোন অপব্যবহারের জন্য ব্যবহৃত হতে পারে আপনার সম্মতি ছাড়াই। বিক্রিও হয়ে যেতে পারে আপনার এই ছবি। সাইবার অপরাধীদের কাছেও পৌঁছে যেতে পারে। সাইবার বিশেষজ্ঞ রাহুল ত্যাগী বলেন, এই ছবি তৈরিতে ব্যবহারকারীর ডেটা ফাঁস হতে পারে। অন্যদিকে ওপেন এআই এখনও ‘ঘিবলি’ স্টাইল ফিচার ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা দেয়নি। একই ভাবে প্রশ্ন উঠছে কীভাবে এই ট্রেন্ডের সুরক্ষা বজায় থাকবে। সাইবার বিশেষজ্ঞ প্রিয়া সিং জানিয়েছেন, এই ছবি তৈরিতে ব্যবহারকারীদের সতর্ক হওয়া জরুরী।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ব্যক্তিগত ছবি আপলোড না করাই ভালো। ছবি তৈরির আগে অবশ্যই নিয়মনীতি জেনে নেওয়া উচিত।
ভিডিও দেখুন-