
ওঙ্কার ডেস্ক: ৯৭ তম একাডেমি পুরস্কারে কেউ পেলেন সেরার শিরোপা,আবার কাউকে খালি হাতে ফিরতে হলো। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন প্রাক্তন ‘লেট নাইট শো’ সঞ্চালক কোনান ও’ব্রায়ান। বছরের শুরুতে অস্কার মঞ্চে সবথেকে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ়’। তবে অনুষ্ঠান মঞ্চে জয়জয়কার শন বেকার পরিচালিত ছবি ‘আনোরা’। চলতি বছর ভারতের প্রিয়াঙ্কা চোপড়া নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অনুজা’ ছিল তালিকায়, তবে কোনও পদ মেলেনি ছবির।
যে সমস্ত ফিল্ম নিয়ে দর্শকদের উৎসাহ ছিল, তাদের মধ্যে অন্যতম ‘আনোরা’। এবছর মোট ৫টি ক্যাটাগরিতে সেরার শিরোপা তুলে নিল শন বেকার পরিচালিত এই রোম্যান্টিক কমেডি। তার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেত্রীর মতো খেতাবও। বেকার নির্দেশিত এই ছবিতেই অভিনয় করেন মিকি ম্যাডিসন। যৌনকর্মীর ভূমিকায় তাঁর অভিনয় চলচিত্রকারদের বিশেষভাবে নজর কেড়েছে। মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ ঘোষণার সময় নিউ ইয়র্কের ব্রাইটন বিচ, যেখানে ছায়াছবিটির শুটিং চলে, সেখানকার সেক্স ওয়ার্কারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বাছা হয়েছে জো সাল্ডানাকে। অন্য দিকে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে চলে আসা এক দম্পতির আমেরিকায় ভাগ্যান্বেষণ নিয়ে এই ছবির প্রেক্ষাপট। সেরা সঙ্গীত এবং সেরা সিনেম্যাটোগ্রাফির অস্কারও এসেছে ছবির ঝুলিতে।
অস্কার ২০২৫ এ সেরার তালিকা
সেরা সিনেমা- আনোরা
সেরা পরিচালক- শন বেকার (আনোরা)
সেরা অভিনেতা- আদ্রিয়েঁ ব্রুডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী- মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা সহ অভিনেতা- কিয়েরান কালকিন (আ রিয়াল পেইন)
সেরা সহ অভিনেত্রী- জোয়ি সলদানা (এমিলিয়া প্যারেজ)
সেরা সিনেম্যাটোগ্রাফি- লল ক্রাউলে (দ্য ব্রুটালিস্ট)
সেরা অরিজিন্যাল চিত্রনাট্য- শন বেকার (আনোরা)
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- কনক্লেইভ
সেরা মৌলিক সুর- ড্যানিয়েল ব্লুমবার্গ (দ্য ব্রুটালিস্ট)
সেরা সাউন্ড- ডুন পার্ট টু
সেরা ভিজ্যুয়াল এফেক্ট- ডুন পার্ট টু
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া প্যারেজ)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- আই এম স্টিল হেয়ার
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম- দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা সম্পাদনা- আনোরা
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম- নো আদার ল্যান্ড
সেরা অ্যানিমেটেড ফিল্ম- ফ্লো
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস
সেরা পোশাকশিল্পী- পল টেজওয়েল (উইকড)
সেরা মেকআপ, হেয়ার স্টাইলিং- দ্য সাবস্ট্যান্স
সেরা প্রোডাকশন ডিজাইন- উইকড
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম- আই অ্যাম নট আ রোবট