
ওঙ্কার ডেস্ক: ইনস্টাগ্রামে তার ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন চলাকালীন ইউটিউবার রণবীর আলহাবাদিয়া ভারতের বিতর্কিত শো ‘India’s Got Latent’ নিয়ে খোলামেলা আলোচনা করেন। বুধবার রাতে সেশনটি ছিল রণবীরের পক্ষ থেকে। আর পুরোটাই ছিল ২০২৪-এ করা বিতর্কিত মন্তব্য ও সেই ঘটনার পরে তাঁর কেমন সময় কেটেছে তা নিয়ে।
একটি প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছেন, শোয়ের ঘটনার পর তিনি এবং কমেডিয়ান সময় রায়না আরও ঘনিষ্ঠ বন্ধু হয়েছেন। তিনি বলেন, “সময় ফিরে আসবে। আমরা সবাই একে অপরকে আরও ভালো করে জানলাম এই ঘটনার পর। আমার ভাই (সময়) তো ইতিমধ্যেই মিডিয়া লেজেন্ড। ঈশ্বর সব দেখছেন। আর আমি তো আশীষ চাঞ্চলানী ও দ্য রেবেল কিডকেও বলব, ভালবাসি। পিকচার আভি বাকি হ্যায়।”
এটি ছিল রণবীরের শো ‘India’s Got Latent’ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তার প্রথম বড় মন্তব্য, যা নিয়ে জনসমক্ষে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে, রণবীর আলহাবাদিয়া এক প্রশ্ন করে একজন প্রতিযোগীকে এমন একটি যৌন প্রশ্ন করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় একেবারেই মেনে নেওয়া হয়নি।সেই মন্তব্যটি নিয়ে প্রচণ্ড সমালোচনা সৃষ্টি হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়।
জাতীয় মহিলা কমিশন ঘটনার পরে হস্তক্ষেপ করলে রণবীর ক্ষমা প্রার্থনা চান। সম্প্রতি তার পডকাস্টের মাধ্যমে ফিরে এসে রণবীর বলেন, “প্রিয় ভারতবাসী, আবার একটা সুযোগ চাই। আমরা আমাদের পডকাস্টের মান বাড়িয়ে তুলব, এবং প্রতি সপ্তাহে ৪টি নতুন পর্ব আসবে, যেখানে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং ব্যক্তিগত উন্নতির বিষয়ে আলোচনা হবে।” এই ঘটনার পর, রণবীর আলহাবাদিয়া সামাজিক মাধ্যমে তার ফিরে আসার ঘোষণা করেন এবং ভবিষ্যতে তার কাজের মান আরও ভাল করার প্রতিশ্রুতি দেন।