
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানা। পর্যটকে ভরপুর বৈসরণে বেছে বেছে হিন্দুদের খুঁজে হত্যালীলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত জঙ্গিরা। গুলি করার আগে জানা হয়েছে তাঁদের ধর্মীয় পরিচয়। তাঁরা হিন্দু নাকি মুসলিম। এই জঙ্গিহানায় ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রায় সকলেই। প্রতিটা ক্ষেত্রের মানুষ একত্রে কড়া শাস্তির দাবি রেখছে। তালিকা থেকে বাদ নেই বলিউড তারকারাও। অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, করণ জোহর, ভিকি কৌশলসহ মুখ খুলেছেন অনেকেই। এবার সেই তালিকায় শাহরুখ খান ও সলমন খানও।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখলেন– “পহেলগাঁওয়ের নির্মম হত্যাকাণ্ডের কষ্ট ও রাগ প্রকাশ্যের ভাষা বা শব্দ নেই। এমন সময়ে, কেবলমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করতে পারি। আমি গভীর সমবেদনা জানাই। এক দেশ হিসেবে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে, সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে পরি। এই জঘন্য কাজের বিরুদ্ধে যেন আমরা ন্যায়বিচার পাই।” অন্যদিকে, সলমন খানের কথায়, “কাশ্মীর, ভূস্বর্গ নরক হয়ে উঠল। অসহায় মানুষদের টার্গেট করা হল। সেই মানুষদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একজন নিরীহ মানুষের হত্যা মানে গোটা জগতকে মেরে ফেলার সমান।”