
ওঙ্কার ডেস্ক: সইফ, সালমান ও শাহরুখের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন টাইগার শ্রফ। একটি ফোনকলের মাধ্যমে অভিনেতা টাইগার শ্রফকে হত্যার চক্রান্তের অভিযোগ ওঠে। জানা গেছে, এক ব্যক্তি পুলিশকে জানায় যে, একটি সিকিউরিটি এজেন্সির মালিক টাইগার শ্রফকে খুন করার জন্য তাকে নিয়োগ করেছেন। সে আরও দাবি করে যে, তাকে একটি রিভলভার ও ২ লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে এই কাজের জন্য।
এই ফোনকলের পরই মুম্বই পুলিশ সতর্ক হয়ে ওঠে। দ্রুত একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তকে পাঞ্জাবের কাপুরথলা থেকে গ্রেফতার করে পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্তের নাম মনীষ কুমার সুজিন্দর সিং, বয়স ৩৫ বছর। পুলিশ জানিয়েছে, মনীষ তার কাজ থেকে বারবার ছুটি নিচ্ছিল, তাই মাসিক বেতন কাটা হচ্ছিল তার, সে কারণেই ক্ষুব্ধ হয়ে এই মিথ্যা কাহিনি সাজিয়েছে। বর্তমানে, খার পুলিশ মিথ্যা তথ্য ছড়ানো ও জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টার অভিযোগে মনীষ কুমার সিংকে IPC ধারা ৩৫৩(২), ২১২ ও ২১৭-এ মামলা দায়ের করেছে।
অন্যদিকে, টাইগার শ্রফ পেশাগত দিক থেকে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘বাঘি ৪’-এর শুটিং নিয়ে। চলতি মাসেই নিজের ৩৫তম জন্মদিন উপলক্ষে অভিনেতা ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন, যেখানে ‘রনি’ চরিত্রকে অন্য রূপে দেখা গেছে।