
ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় কখনও বিয়ে হচ্ছে তো কারোও ভাঙছে ঘর। তেমনই বর্তমানে সমাজমাধ্যম তোলপাড় টলিপাড়ার নীল-তৃণা বিয়ে ভাঙা রটনায়। ধুমধাম করে বিয়ে করেছিলেন নীল-তৃণা। তার কিছুদিন পরেই শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের কথা, পরে অবশ্য জানা গিয়েছিল যে এমন কিছুই হচ্ছে না। বিয়ের চার বছর পর কী তবে সেই কথাই সত্যি হল!
টলিপাড়ার প্রিয় জুটি নীল-তৃণা, সোমবার সকালে হঠাৎই জানা যায়, নীল-তৃণা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন। সেই অনুযায়ী ঠিক হয়, চার বছর তাঁরা একসঙ্গে থাকবেন। বিয়ের কিছুদিন পর শোনা গিয়েছিল, সম্পর্কের অবনতি ঘটে তাঁদের। তাঁরা নাকি আলাদা থাকছেন। কিন্তু তাঁরা জানিয়েছিলেন, সুখে সংসার করছেন। কোথাও কোনও সমস্যা নেই। কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে দেখা যাচ্ছে না। পুজোয় একসঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিয়োও দেন। সাময়িকভাবে বন্ধ হয় গুঞ্জন।
সোমবার নতুন করে সেই গুঞ্জনের সূত্রপাত। জানা গেছে, এবারেও এই ঘটনা শুধুমাত্র রটনা, মিথ্যে খবর ছড়ানো হয়েছে এবারও। এমন কিছুই ঘটছে না। তৃণা বর্তমানে তার নতুন ধারাবাহিক ‘পরশুরাম’এর শুটিং’এ ব্যাস্ত। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নীল। তিনিও শুটিংয়ে সমান ভাবে ব্যস্ত।