
ওঙ্কার ডেস্কঃ প্রতি সপ্তাহেই টিয়ারপি তালিকা নিয়ে উত্তেজনা ও আগ্রহ থাকে কলাকুশলী থেকে সিরিয়ালপ্রেমীদের। গত দুসপ্তাহে শীর্ষ স্থান দখল করেছিল গীতা এলএলবি। এই সপ্তাহে এক ধক্কায় নেমে গেল তৃতীয় স্থানে। হাড্ডাহড্ডি লড়াইয়ে এ সপ্তাহে বাজিমাত করল জি বাংলার পরিণীতা। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। কে পিছিয়ে গেল আর কোন ধারাবাহিক অন্যকে ছাপিয়ে গেল অন্যকে তা জানার জন্য সিরিয়ালপ্রেমী সকলেই মুখিয়ে থাকেন। তাদের জন্যই রইল এই সপ্তাহের সেরা ৫ এর টি আর পি তালিকা-
পরিণীতা- ৭.৮ (প্রথম) ( জি বাংলা)
ফুলকি- ৭.৭ (দ্বিতীয়)( জি বাংলা)
গীতা এলএলবি- ৭.৪ (তৃতীয়) (স্টার জলসা)
কথা- ৭.৩ (চতুর্থ) (স্টার জলসা)
জগদ্ধাত্রী -৭.১(পঞ্চম) ( জি বাংলা)
ফুলকি ধারাবাহিক আবারও ধীরে ধীরে ফিরছে নিজের ছন্দে। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল ফুলকি। এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করেছে। অন্যদিকে স্টার জলসার ধারাবাহিকগুলি এ সপ্তাহে স্থান পরিবর্তন হল অনেকটাই।