
ওঙ্কার ডেস্ক- গত কয়েকদিন ধরেই চুম্বন কাণ্ডে খবরে শিরোনামে রয়েছে উদিত নারায়ণ। ফের প্রকাশ্যে এল আরও এক ভিডিয়ো, সেখানে ফের তরুণী অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখেন উদিত। প্রায় একই কায়দায় গালে চুম্বনের পরিবর্তে সোজা ঠোঁটে চুমু দেন উদিত নারায়ণ। নতুন ভিডিওতে দেখা গেছে হাঁটু মুড়ে মঞ্চে বসে উদিত। মঞ্চের চারপাশে ভিড় করেছেন অনুরাগীরা। এ বারও এক তরুণী এগিয়ে আসেন নিজস্বী তোলার অনুরোধ নিয়ে। ছবি তোলার পর পিছন থেকে আলিঙ্গন করে গালে গাল ঠেকান উদিত। তার পর সোজা ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেন তরুণীর।
এর আগের ভিডিওতেও এক অনুরাগী ছবি তুলতে এসে চুম্বন করেন গায়ককে। গায়কও সোজা মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন বসিয়ে দেন। আচমকা গায়কের এই প্রতিক্রিয়ায় অবাক হয়েছিলেন তরুণী। এই প্রথম নয় অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকেও বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও রয়েছে পাওয়া যাবে সোশাল মিডিয়ায়।
এই ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে উত্তেজনা। নেটাগরিকেরা স্পষ্টই বর্ষীয়ান গায়কের দিকে আঙুল তুলছেন। অনেকে আবার বিশ্বাসই করে উঠতে পারেননি প্রকাশ্যে এমন কাজ উদিত নারায়ণ করতে পারেন। ইতিমধ্যেই উদিতের বন্ধু অভিজিৎ তাঁকে ‘খেলোয়াড়’ তকমা দিয়েছেন।
তবে উদিত এই ঘটনাকে পাত্তাই দেননি। বরং তাঁর মতে এ ভাবে তাঁর জনপ্রিয়তা নাকি আরও বেড়েছে। উদিতের কথায়, ‘আমি নিপাট ভদ্রলোক। ওঁরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেন, তখন সেটা আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়।’’