
ওঙ্কার ডেস্ক: রঙিন উৎসবের মাঝেই ছন্দপতন। শোকের ছায়া বলিউডে। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, ওরফে রানি – কাজলের কাকা বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়।
গত বছর দুর্গা পুজোতেও পরিবারের সঙ্গে সর্বক্ষণ ছায়াসঙ্গী হয়েছিলেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। মাঝে হাসপাতালে ভর্তিও করানো হয়। শুক্রবার ভোরে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার মুম্বইয়ের ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে বিকেল চারটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন করা হবে।
২২ নভেম্বর ১৯৪১ সালে উত্তরপ্রদেশের কানপুরে জন্ম দেব মুখোপাধ্যায়ের।বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিয়োর মালিক। দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন।দেবের দাদা ছিলেন কাজলের বাবা সমু মুখোপাধ্যায়। তিনি নিজেও অভিনেতা ছিলেন। ‘আঁসু বান গয়ে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’ এবং ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’-এর মতো বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যদিও অভিনেতা হিসাবে তেমন সাফল্য পাননি দেব।