
ওঙ্কার ডেস্ক: তিনি শ্রেয়া ঘোষাল। তাঁর কণ্ঠের অনুরাগী সংখ্যা অগণিত। প্রায় আড়াই দশক ধরে গোটা দেশের মানুষের মন মাতাচ্ছেন বঙ্গকন্যা। এবার মুম্বইয়ে ওয়েভস সামিটের মঞ্চেও দেখা গেল তাঁর কণ্ঠের জাদু। আর সেই জাদু তিনি দেখালেন বাংলা ভাষাতেই।
বৃহস্পতিবার ১ মে থেকে শুরু হয়েছে ওয়েভস সামিট, চলবে ৪ মে পর্যন্ত। এদিনের অনুষ্ঠানকে শুরুতেই সাংস্কৃতিক দিককে আরোও এক ধাপ এগিয়ে দিলেন শ্রেয়া। বরাবরের মতো দর্শকদের মন জিতে নিলেন বাংলা গানেই। উল্লেখ্য, এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সামিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে হাজির ছিলেন বলিড তারকা শাহরুখ খান, রজনীকান্ত, আমির খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার, আলিয়া ভাটের মতো জনপ্রিয় শিল্পীরা। মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ বলছে ওয়াকিবহাল মহল। আর সেই ইতিহাসের অংশ হয়ে রইল এক বঙ্গকন্যার গান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট তথা ওয়েভস নতুন ধরনের আর্থিক সুযোগ তৈরি করবে বলে। জানিয়ে দিলেন, দেশের বিনোদন এবং ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও মজবুত করে তুলতে মুম্বইয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তথা IICT। ইতিমধ্যেই এই বাবদ ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। তিনি বলেন, ”এনভিডিআইএ, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, স্টার ইন্ডিয়া, মেটা এবং অ্যাডোবের মতো টেক জায়ান্টরা আইআইসিটিকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করছে। ওয়েভস এবং আইআইসিটি বিশ্বব্যাপী সৃজনশীল বাস্তুতন্ত্রের একটি মূল কেন্দ্র হিসেবে মুম্বইয়ের ভূমিকা আরও জোরদার ও আকর্ষণীয় করে তুলবে।”