
ওঙ্কার ডেস্ক: কন্নড় বিতর্কে ক্রমশই কোণঠাসা হচ্ছেন সোনু নিগম! গায়কের বিরুদ্ধে ভারতীয় ৩৫২ ধারায় ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর শোনা যাচ্ছে, কন্নড় ভাষার বিনোদন মাধ্যমেও নাকি তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। এমন আবহেই বেঙ্গালুরু পুলিশের তরফে এবার তাঁকে ডেকে পাঠানো হল। সূত্রের খবর, গায়ককে নোটিস পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আভালাহল্লী পুলিশ।
সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসে সোনু নিগমের কাছে। একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোড়াজুড়ি’ করা হয় গায়ককে! মেনে নেননি সোনু নিগমও। পালটা সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উল্লেখ করে বলেন, “এমন মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম। সমালোচনার ঝড় বয়ে আসে তাঁর দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থা।
শনিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন সোনু নিগম। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি যখন প্রথম গান গাইতে শুরু করি তখনই চার-পাঁচজন ছাত্র কন্নড় গান গাওয়ার জন্য কার্যত হুমকি দিতে থাকে। দর্শকাসনে থাকা অনেকেই তাদের থামানোর চেষ্টা করছিল। সে কারণে ওই চার-পাঁচজনকে আমার বোঝানোর প্রয়োজন ছিল পহেলগাঁওয়ের ঘটনার উল্লেখ করি। আমার কন্নড় গানে প্রায় ঘণ্টাখানেকের একটি অ্যালবাম আছে। ভালোবাসার দুনিয়ায় ঘৃণার বীজ রুখতে হবে, নইলে একদিন বিষবৃক্ষ কাটতে হবে।”