
ওঙ্কার ডেস্ক: বান্দ্রা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন একের পর এক বলিউড তারকা। গত জানুয়ারি মাসে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনার পর পরই শোনা যায় শাহরুখ খান মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে যাচ্ছেন। তা অবশ্য মন্নতের মেরামতির কাজের জন্য। যদিও সইফ হামলার আবহে শোনা গিয়েছিল, মন্নতেও নাকি হামলার ছক কষেছিল ধৃত! এবার বলি অভিনেতা আমির খানও তাঁর বান্দ্রার পালি হিলসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
আচমকাই কেন বান্দ্রার বাংলো খালি করছেন আমির খান? জানা গিয়েছে, আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে মুম্বইয়ের এক জনপ্রিয় রিয়াল এস্টেট কোম্পানি বিলাসবহুল আবাসন তৈরি করতে চলেছে। চলতি বছরেই সেখানে উঁকি দেবে সেই আবাসন। ৩-৪ কামরার এই বড় ফ্ল্যাটের বারান্দায় বসে সমুদ্র সৈকতে আনন্দে মেতে উঠতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য, এই কোম্পানির তৈরি একাধিক আবাসনেই রয়েছে আমিরের ফ্ল্যাট। আর তাতেই আন্দাজ করা যায় কোটি টাকার অ্যাপার্টমেন্ট উঠতে চলেছে সেখানে। আর সেই জন্যই নাকি আমির খান বান্দ্রার বাংলো খালি করে যাচ্ছেন অন্য ফ্ল্যাটে।
সূত্রের খবর, শুধু আমির নন, এই আবাসনের অন্যান্য বাসিন্দাদেরও থাকার জন্য ফ্ল্যাট দিচ্ছে খোদ রিয়াল এস্টেট সংস্থা। এই এলাকাতেই আমির খানের আরেকটি বহুমূল্য অ্যাপার্টমেন্ট রয়েছে বলেও জানা গিয়েছে। যার বর্তমান বাজারদর ৯ কোটি।