
ওঙ্কার ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী অনুশ্রী দাস তিনি কখনও মা, কখনও পিসিমার চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-তে ভৈরবী চরিত্রে অভিনয় করছেন।
সম্প্রতি অনুশ্রী তাঁর ফেসবুকে এক পুরুষের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখা দেখা গেছে একজন পুরুষের কাঁধে অভিনেত্রীর মাথা। সঙ্গে রিলে অনুশ্রী গান দিয়েছেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন/ খুঁজি তারে আমি আপনায়’। তবে কি অতীত ভুলে তাঁর জীবনে এসেছে নতুন প্রেম। সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে তাঁর অনুরাগীরা। এই বিষয়ে অনুশ্রী কিছুই বলেননি এখনও পর্যন্ত। মানুষটির প্রদীপ্ত রায়। প্রথম সারির এক রেস্তরাঁর মালিক তিনি। সেই সঙ্গে গ্রাফিক্স ডিজ়াইনারও। বেশ কয়েক বছর আগে প্রদীপ্তের সঙ্গে অভিনেত্রীর আলাপ। তবে আগামী দিনে কি হতে চলেছে আদৌ তাঁরা বিয়ে করবেন কি না সে বিষয়ে কিছুই জানা যায় নি।
উল্লেখ্য, অভিনেতা ভরত কলকে ভালবেসেই বিয়ে করেছিলেন অনুশ্রী। প্রথম সেই বিয়ে ভাঙে ২০০৩ সালে। ২০১৫ সালে ভরত আবারও বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। অনুশ্রী কিন্তু এখনও পর্যন্ত একাকী।