
অঞ্জন চট্ট্যোপাধ্যায়া,ওঙ্কার বাংলাঃ আগামী মরসুমে দলগঠনে বেশ চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। জুনিয়র থেকে সিনিয়র সেরাদের দলে রাখছে লাল হলুদ ব্রিগেড। এবার অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের দুই তরুণ ফুটবলারকে সই করাল লাল-হলুদ বাহিনী। একাধিক বছরের জন্য ভানলালপেকা গুইতে ও গুরনাজ সিং’কে দলে নিল শতবর্ষ প্রাচীন ক্লাব ।
ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন, “মাদ্রিদে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হয়ে গুইতে ও গুরনাজ’কে খেলতে দেখেছি। ওদের খেলা দেখে আমি খুব খুশি। আশা করি ইস্টবেঙ্গলের হয়ে ওরা নিজেদের সেরাটা দেবে।”
গুইতে ইস্টবেঙ্গলে সই করার পর বলেছেন, “ইস্টবেঙ্গলের হয়ে খেলাটা আমার জন্য গর্বের। আশা করি দলের উন্নতিতে সাহায্য করতে পারব। ইস্টবেঙ্গলের নতুন কোচ এবং সিনিয়র খেলোয়াড়দের থেকে শেখার চেষ্টা করব।”
গুরনাজ বলেছেন, “ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে আমি খুশি। কার্লোস কুয়াদ্রাতের নজরে আসতে পেরে আমি আনন্দিত। আমি কলকাতায় খেলার জন্য এবং ইস্টবেঙ্গলের জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছি।”
গত মরসুমে আইএসএলে মহেশের সঙ্গে ছিলেন শুধু ক্লেটন। ভিপি সুহের, জর্ডন ও’ডোহার্টি, অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকুরা তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে ভাল খেলতে পারলে ইস্টবেঙ্গলের আক্রমণ কিন্তু আরও ধারালো হত। কিন্তু তাঁরা তা পারেননি।সারা লিগে জেতার জায়গায় থেকেও মোট ১১ পয়েন্ট খোয়ায় তারা।
এ বার সে রকম হওয়ার কথা নয়। মহেশ ও ক্লেটনের জুটি তো থাকবেই। এ ছাড়াও ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখরকেও নিয়ে এসেছে তারা। ভিপি সুহেরও থেকে গিয়েছেন এইবার । সুতরাং বলা যায়, নামের দিক থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ মোটেই খারাপ নয়। এঁরা যদি ফর্মে থাকে এবং কোচ কার্লস কুয়াদ্রাত যদি এঁদের ঠিকমতো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, তা হলে সাফল্য নিশ্চয়ই আসবে।