
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : এবার লিঙ্গ পাল্টে ভোটদানের অভিযোগ উঠল রাজগঞ্জ এর এক কেন্দ্রে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামার ভিটা বুথের ভোটার তালিকায় শাসক দলের করা সার্ভে থেকে উঠে এসেছে বেস কিছু চমকপ্রদ তথ্য।রাজগঞ্জ ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি অনির্বাণ মজুমদার বলেন রাজর্ষি সাহা নামের এক ব্যক্তি এই বিধানসভায় ভোট দেন মহিলা হিসাবে।অন্যদিকে এই ব মহিলা পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র মানিকগঞ্জে পুরুষ হয়ে গিয়েছেন। এই ঘটনায় ব্লকের যুব তৃণমুল সভাপতি তুষার কান্তি দত্ত বলেন বিজেপি নিজেদের ভোট বাক্স ভর্তি করতে এক জনের নাম একাধিক বার নির্বাচনী কেন্দ্রে তুলেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কানাই লাল বিশ্বাস জানান সার্ভে আরো আগে থেকেই করা উচিত ছিলো। অনেকে মারা গেছেন ১০ বছরের বেশি সময় আগে অথচ তার নাম আজও সরকারী নির্বাচনী তালিকায় রয়েছে,নাম কাটা হয়নি। তবে এখনো পর্যন্ত ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও জলপাইগুড়ির জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিস থেকে এর কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ভিডিও দেখুন-