
অপরূপা কাঞ্জিলাল: গর্জিয়াস আউটফিট, ফ্যাশনেবল স্টাইলিং, বাঁধ না মানা যৌবন, আবেগঘন চুম্বন, চোখ ধাঁধানো পারফরম্যান্স, আর সাথে আরও কিছু ফিল্মফেয়ার ২০২৪ এ জলওয়া দেখালো অ্যানিমাল। ৬৯তম ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল সোমবার সন্ধ্যায়।ফিল্মফেয়ার ২০২৪ এর অপেক্ষায় ছিলেন বলি নির্মাতা থেকে শুরু করে তারকা, সম্পাদক সকলেই। মোট ১৯টি বিভাগে সেরাদের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে ফিল্মফেয়ার ২০২৪-এর পুরস্কার। তবে এবার সবথেকে বড় চমক দিলো কাপুর বাড়ি। ঋষি পুত্র এবং পুত্রবধূ স্বামী স্ত্রী দুজনে মিলে নিয়ে গেলেন ফিল্মফেয়ারের চিরকালীন নারীটিকে। হ্যা ঠিক ধরেছেন অ্যাওয়ার্ডের কথাই বলছি। এবার ফিল্মফেয়ার সেরা অভিনেতা এবং অভিনেত্রীর তকমা পেয়েছেন রনবীর কাপুর এবং তার স্ত্রী আলিয়া ভাট। রবিবার সন্ধেয় ফিল্ম ফেয়ারের আসরে তাঁরাই যেন হয়ে উঠেছিলেন ‘রাজা-রানি’।
রবিবার সন্ধ্যায় গুজরাতে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস খুব ধুমধাম করে শুরু হয়েছিল। যেখানে বলিউড তারকাদের সাজ ছিল দেখার মতো। রেড কার্পেটে লাস্যময়ী সুন্দরী দের পাশাপাশি সুপুরুষ নায়কদের উপস্থিতি এদিন শীতের মরশুমে পাওয়া হট কেকের মতোই। এদিন সঞ্চালনার দায়িত্বে থাকা তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর, মণীশ পাল ও অভিনেতা আয়ুষ্মান খুরানা মাতিয়ে রেখেছিলেন মঞ্চ।
অ্যাওয়ার্ডের কথা বলতে গেলে এখানেও অ্যানিমেল কিন্তু অনেকটাই বাজিমাত করেছে। সেরা মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কার গেছে ‘অ্যানিম্যাল’ এর প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়স পুরানিক, জানি, ভুপিন্দর বব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সেহগল এর ঝুলিতে,সেরা আবহ সঙ্গীত – এ ব্ল্যাক লেডিকে জয় করেছেন হর্ষবর্ধন রামেশ্বর সেক্ষেত্রেও হিরো’অ্যানিম্যাল’, সেরা গায়ক – ভুপিন্দর বব্বল পেয়েছেন ‘অর্জন ভৈলি’ গানের জন্য। সেক্ষেত্রেও জয় ‘অ্যানিম্যাল’ এর।
এদিন শুধুই ঋষি পুত্র ব্ল্যাক লেডি কে হাতে তুলে নিয়েছেন তাই নয় মাথায় গ্লাস নিয়ে গর্জিয়াস জ্যাকেট গায়ে কোমর দুলিয়ে নেচেছেন জামাল কুদু গানে। শুধুই কি নিজে নেচেছেন? মোটেই না নাচিয়েছেন নিজের সহধর্মীনিকেউ। এক কথায় বলতে গেলে রণবীর কাপুর এবং তার স্ত্রী আলিয়া ভাট এদিন শুষে নিয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের বেশিরভাগ লা। নিন্দুকরা যদিও নানান কথা বলতেই বাদ রাখছেন না কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে মোস্ট ডিজার্ভিং অ্যাক্টর- অ্যাক্ট্রেস হয়েছেন অ্যানিমাল উইথ হিস লেডি অ্যানিমাল।