
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ মেটিয়াবুরুজের বটতলা ডায়মন্ড এসি মার্কেটের একটি কাপড়ের দোকানে আগুন লাগে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের পাঁচটা ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই মার্কেটে প্রায় ৬০০ টি দোকান রয়েছে। সব দোকানেই কাঁচা কাপড় মজুত ছিল। ভোররাতে হঠাৎই দুটো দোকানে আগুন লাগায় আশেপাশের আরো চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার শাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় কপালে হাত পড়েছে দোকানিদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরই দমকল ও কলকাতা পুলিশের ডিএমজি কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত পাঁচটা নাগাদ আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন খালিল উরর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল বাহিনীর।