
ওঙ্কার ডেস্ক:উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। মূলত দীর্ঘদিন ধরে পড়ে থাকা জঞ্জাল থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে আছে সামসেরগঞ্জ থানার পুলিশ।। পরীক্ষা কেন্দ্রের মাত্র ৫০ মিটারের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় সামসেরগঞ্জের ধুলিয়ানে।