
কলকাতা থেকে ওড়িষার পারাদ্বীপ গামী যাত্রীবোঝাই চলন্ত বাসে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে। জানা গিয়েছে, মাদপুরের কাছে বাস পৌছতেই ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন। প্রচুর পণ্যও ছিল। ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর বাসের চালক গাড়ি থেকে নেমে গেলেও বাসের দরজা বন্ধ ছিল বলে বাস যাত্রীদের দাবি। তাঁর কোনও রকমে দরজা খুলে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচিয়েছেন। বেশ কয়েক জন আহত হয়েছে। আহত যাত্রীদের ভর্তি করা হচ্ছে স্থানীয় খড়গপুর ও মেদিনীপুর হসপিটালে। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন। কোন মৃত্যুর খবর এখনও পর্যন্ত নেই।