
সুনন্দা দত্ত, হুগলীঃ মঙ্গলবার মধ্যরাতে ইমামবাড়া সদর হাসপাতাল গেট সংলগ্ন দোকান গুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছোয়। প্রাথমিক সন্দেহে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইমামবাড়া সদর হাসপাতালে সংলগ্ন দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হসপিটাল চত্বর জুড়ে। দমকল এবং ইলেকট্রিক সিটি বোর্ডের লোকজন এলেও একটি দোকান পুরোপুরি ভাবেই ভুস্মীভূত হয়ে গেছে বলেই জানা গিয়েছে।