
শঙ্কর সেনগুপ্ত:আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব ।দেবের এই ইস্তফা দেওয়া কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কিন্তু কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। আর কি বিষয়ে কিছু বলেনি তৃনমূল শীর্ষ নেতৃত্বও।এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন যে , দেবের ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিলনা ,তাকে জোর করে রাজনীতিতে এনেছেন ফিরহাদ হাকিম।এবং এখন তিনি তৃনমূলের সঙ্গ ছাড়তে চাইছেন।রবিবার দলীয় কর্মসূচীতে আলিপুরদুয়ার এসে ,সেখান থেকেই তার পাল্টা জবাব দিলেন ফিরহাদ।এদিন তিনি বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে বলেন দেব যদি না দাঁড়ান তাহলে সুকান্ত কি ঘাটালে প্রার্থী হবেন।তিনি নিজের কেন্দ্র বালুরঘাট থেকেই দুই লক্ষ ভোটে হারবেন।পাশাপাশি তিনি বলেন দেব অন্য কোথাও যাচ্ছেন না, তৃণমূলেই রয়েছেন।
উল্লেখ্য রবিবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে আলিপুরদুয়ার জেলায় আসেন।এবং জেলার ফালাকটা কমিউনিটি হলে সাংবাদিক বৈঠক করেন।এই অনুষ্ঠানে তৃনমূল কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো