
গোপাল শীল, বকখালি:
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের প্রতিকূল আবহাওয়ার শিকার মৎস্যজীবীরা।উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে জলে পড়ে যান 4 মৎস্যজীবী।সহকর্মীদের চেষ্টায় উদ্ধার ৩ , এখনও নিখোঁজ ১।
গত ২৭শে জুলাই ভোররাতে কেঁদো দ্বীপের কাছে এফবি মা অষ্টমী নামে একটি ট্রলার থেকে চারজন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যায়। পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এবং ঐ ট্রলারের সহকর্মীদের প্রচেষ্টায় তিন জন মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও বাকি একজন মৎস্যজীবী কে এখন ও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ঐ মৎস্যজীবী সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা নাম গোপাল মন্ডল ,বয়স 45 বছর।
ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পর থেকে গভীর সমুদ্রে ফের নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।